সিলেট মহানগর পুলিশের মুখপাত্র আশরাফ উল্লাহ তাহের জানান, এসএমপি পুলিশের ৬ টি থানা এলাকায় ৪৪৪টি জামাত অনুষ্ঠিত হবে। সেই সব এলাকায় ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে। বরাবরের মতো সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর শাহী ঈদগাহ ময়দানে। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এ জামাতে ইমামতি ও খুৎবার পেশ করবেন মুফতি মোহাম্মদ রশিদুর রহমান ফারুক বর্ণভী পীর সাহেব বরুণা। এছাড়া শাহজালাল (রহ.) মাজার মসজিদে ঈদের জামাত হবে সকাল সাড়ে ৮টায়। সেখানে ঈমামতি করবেন দরগাহ মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আসজাদ আহমেদ। সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। সেখানে ইমামতি করবেন বন্দরবাজার কালেক্টরেট মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা শাহ আলম। নগরীর কুদরত উল্লাহ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে মোট ৩টি। এর মধ্যে সকাল সাড়ে ৭টায় প্রথম, সাড়ে ৮টায় দ্বিতীয় ও সাড়ে ৯টায় তৃতীয়টি অনুষ্ঠিত হবে। অপরদিকে, শাহপরাণ (রহ.) মাজার মসজিদে ঈদের দিন সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে জামাত।