প্রতিনিধি ১৯ মে ২০২২ , ৭:৪৯:৫৬ অনলাইন সংস্করণ
হুমায়ূন কবীর ফরীদিঃ সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে আশঙ্কা করা হচ্ছে। সিলেট ও সুনামগঞ্জের উপর দিয়ে আজ ১৮ ই মে বুধবার মধ্য রাতে শক্তিশালী কালবৈশাখী ঝড়, সাথে তীব্র বজ্রপাত ও ভারি বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। গতকাল থেকেই বন্যা কবলিত এলাকার প্রধান প্রধান সড়ক ডুবে যাওয়ায় সিলেট শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সুনামগঞ্জ জেলা সদরের সাথে অনেক উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, ভারতের মেঘালয় রাজ্য ভারি বৃষ্টি হবে। বিশেষ করে শিলং ও ডাউকিতে। ফলে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতির প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। গত এক সপ্তাহের অব্যাহত বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে বন্যা দেখা দিয়েছে সিলেট ও সুনামগঞ্জ জেলায়। সিলেট সদর, জকিগঞ্জ, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলায় লাখো মানুষ এখন পানিবন্দী। অপর দিকে সুনামগঞ্জের সুনামগঞ্জ সদর, ছাতক, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, তাহিরপুর উপজেলার লক্ষাধিক মানুষ পানিবন্ধী। সিলেট সুনামগঞ্জে খোলা হয়েছে একাধিক আশ্রয়কেন্দ্র।