প্রতিনিধি ৪ মে ২০২২ , ১১:৫৮:২৯ অনলাইন সংস্করণ
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ যুক্তরাজ্যে কাউন্সিলর প্রার্থী জগন্নাথপুর এর শাকিলা। যুক্তরাজ্যের নির্বাচনে লেবার পার্টি হতে কাউন্সিলর প্রার্থী জগন্নাথপুর এর মেয়ে সলিসিটর শাকিলা হোসেন বৃহত্তর সিলেটবাসীর দোয়া, ভালবাসা ও সহযোগিতা ছেয়েছেন। আজ ৫ ই মে যুক্তরাজ্যে নির্বাচন। এই নির্বাচনে লেবার পার্টির হয়ে ওয়ালসেল এর পালফ্রী ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশী বংশোদ্ভূত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জগদীশপুর (জগদীশপুর পূর্বপাড়) গ্রাম নিবাসী যুক্তরাজ্য প্রবাসী মোঃ শাহাবুদ্দিন এর মেয়ে এবং সিলেটের দক্ষিণ সুরমা নিবাসী যুক্তরাজ্য প্রবাসী সলিসিটর মোঃ সোহেল হোসেন এর সহধর্মিণী ” শাকিলা হোসেন “। তিনি বৃহত্তর সিলেটবাসীর দোয়া, ভালবাসা ও সার্বিক সহযোগিতা প্রত্যাশী। কাউন্সিলর প্রার্থী সলিসিটর শাকিলা হোসেন এর বরাত দিয়ে জগদীশপুর গ্রাম নিবাসী মোঃ আব্দুল জব্বার শাহী বলেন, আমার ভাতিজি সলিসিটর শাকিলা হোসেন বাবা-মা ও স্বামী সহ পরিবারকে নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করে আসছেন। বাংলাদেশী সহ সকল মানুষের সেবা করে যাচ্ছেন। ৫ ই মে যুক্তরাজ্যের নির্বাচনে তিনি কাউন্সিলর প্রার্থী হয়েছেন। তিনি যেন এই নির্বাচনে বিজয়ী হতে পারেন সেজন্য সিলেটবাসীর দোয়া,ভালবাসা ও সার্বিক সহযোগিতা প্রত্যাশী। দোয়া ও সার্বিক সহযোগিতা করার জন্য সিলেটবাসীর নিকট বিনীত অনুরোধ জানিয়েছেন সলিসিটর শাকিলা হোসেন।