প্রতিনিধি ১৮ মে ২০২২ , ৫:০০:০৪ অনলাইন সংস্করণ
সংবাদ সংস্থা রয়টার্স মঙ্গলবার জানিয়েছে মারিউপোলের পতন হয়েছে, ইউক্রেনের আরও সেনা বহনকারী অন্তত সাতটি বাস মারিউপোলের আজভস্টাল থেকে বের হয়ে গেছে। কড়া পাহাড়ায় তাদের বের করে নিয়ে গেছে রাশিয়ার সেনারা।
যাদের বাসে করে নিয়ে যাওয়া হয়েছে তাদের কেউই আহত ছিলেন না। রয়টার্সকে এমন তথ্যই জানিয়েছেন একজন প্রত্যক্ষদর্শী।
সোমবার ২৬০ জনেরও বেশি ইউক্রেনীয় ও আজভ রেজিমেন্টের সেনা রাশিয়ার হাতে আত্মসমর্পণ করে। এরপর তাদের রাশিয়ার নিয়ন্ত্রণাধীন অঞ্চলে নিয়ে যাওয়া হয়।
মঙ্গলবার ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়, মারিউপোলে অবরুদ্ধ থাকা অবশিষ্ট সেনাদের উদ্ধার করার জন্য পরবর্তী পদক্ষেপ শুরু করবেন তারা।
এদিকে সোমবার ওই ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের মাধ্যমে রাশিয়ার হাতে পুরো মারিউপোলের পতন হয়।
মারিউপোলের আজভস্টালে দীর্ঘ ৮২ দিন যুদ্ধ করে সেটিকে রক্ষা করার চেস্টা করেন ইউক্রেনীয় সেনারা। আজভস্টালের পতন হওয়ার অনেক আগে মারিউপোলের অন্যান্য অঞ্চলগুলো দখল করতে সমর্থ হয় রাশিয়া।
আজভস্টালের রক্ষার দায়িত্বে থাকা সেনাদের অবস্থা খারাপ হয়ে যাওয়ায় সেখানে থাকা সেনাদের আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয় ইউক্রেনের পক্ষ থেকেই।
এদিকে আজভস্টালের সেনাদের রাশিয়া কি যুদ্ধবন্দি হিসেবে নাকি যুদ্ধাপরাধী হিসেবে ধরবে সেটি এখনো নিশ্চিত করা হয়নি।
মুখপাত্র দিমিত্রি পেসকোভের কাছে জিজ্ঞেস করা হলে তিনি উত্তর দেননি। তবে তিনি জানিয়েছেন, বন্দিদের সঙ্গে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ব্যবহার করবে রাশিয়া।
তবে আজভস্টাল থেকে যেসব সেনাদের আটক করা হয়েছে সেখানে থাকা আজভ রেজিমেন্টের সেনাদের যুদ্ধাপরাধী হিসেবে বিচার করার দাবি তুলেছেন রাশিয়ার একজন আইনপ্রণেতা।
সূত্র: বিবিসি