• মানববন্ধন

    ভোরের কাগজের প্রকাশক ও সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা তজুমদ্দিন প্রেসক্লাবের  মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

      প্রতিনিধি ২১ মে ২০২২ , ৯:৪৪:৪০ অনলাইন সংস্করণ

    তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি।। ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী ও  সম্পাদক শ্যামল দত্তসহ পাঁচজন সাংবাদিকের বিরুদ্ধে কুমিল্লায় ১০ কোটি টাকার মানহানি মামলার প্রত্যাহারের দাবিতে  তজুমদ্দিন  প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ  অনুষ্ঠিত হয়।
    শনিবার বিকাল ৪ ঘটিকায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
    প্রেসক্লাবের সভাপতি রফিক সাদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.নুরুন্নবী সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, সহ-সভাপতি শরীফ আল-আমীন, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, প্রচার ও দপ্তর সম্পাদক মোশারেফ হোসেন, নির্বাহী সদস্য কামাল উদ্দিন, মেহেদী হাসান মামুন
    রিপোর্টস ইউনিটির সভাপতি মনির নয়ন, সাধারণ সম্পাদক সাদির হোসেন রাহিম,
    এসময় বক্তারা ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী, সম্পাদক শ্যামল দত্ত, বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিনসহ পাঁচজন সাংবাদিকের নামে দায়েরকৃত মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান।

    আরও খবর

    Sponsered content