প্রতিনিধি ১১ মে ২০২২ , ১২:৪১:৩৫ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা যুক্তরাষ্ট্র শাখা গঠনকল্পে এক বিশেষ সভা গত ৮মে রবিবার ভার্চুয়াল জুমের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব আলাউর রহমান খন্দকারের সভাপতিত্বে ও বিশিষ্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট সিগমা হুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহাসচিব অ্যাডভোকেট জাহানারা বেগম, বিশিষ্ট অর্থনীতিবিদ, লং আইল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ডক্টর শওকত আলী, সংগঠনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোজাম্মেল হক, ইউরোপ-আমেরিকার প্রধান সমন্বয়কারী বিশিষ্ট সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব রেজা আহমদ চৌধুরী সোয়েব, সংগঠনের সিলেট বিভাগীয় সমন্বয়কারী সৈয়দ আকরাম আল সাহান সহ যুক্তরাষ্ট্র শাখার সদস্যবৃন্দ। দীর্ঘ তিন ঘণ্টাব্যাপী আলোচনায় সকল বক্তারা পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা আগামী দিনে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের সব জায়গায় জোরালো ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা যুক্তরাষ্ট্র শাখা কমিটি ঘোষণা করেন সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট সিগমা হুদা। ২১ সদস্যবিশিষ্ট নবগঠিত যুক্তরাষ্ট্র শাখা কমিটির দায়িত্বশীলগণ হচ্ছেন- সভাপতি আলাউর রহমান খন্দকার, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সহ-সভাপতি দেওয়ানা আকমল চৌধুরী ও খালেদা আহমেদ, সহসাধারণ সম্পাদক ভায়লা সেলিনা ও শেফালী খাতুন, দপ্তর সম্পাদক কাকলি চৌধুরী, কোষাধ্যক্ষ মোহাম্মদ মহসিন, কার্যনির্বাহী পরিষদের সদস্য- মিনা আবেদীন, ফারহানা হুদা নিপা, রওশন হক, ফারহানা হুসাইন, নার্গিস আহমেদ, সাদিয়া আফরিন সনি, সৈয়দ জুবায়ের আলী, হোসাইন পাঠান, মিয়া মোহাম্মদ আফজাল, বদরুল আলম মাসুদ, গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, কামরান হাদী, মোহাম্মদ সেলিম।