• সুনামগঞ্জ

    দিরাই’র বড় নগদিপুরে বিধবা ও তার ছেলের উপর হামলা ও বসত ঘর ভাঙচুরের অভিযোগ

      প্রতিনিধি ১১ মে ২০২২ , ১২:১৫:৪৩ অনলাইন সংস্করণ

    মোঃ বদরুজ্জামান বদরুল, বিশেষ প্রতিনিধিঃ বিধবা মহিলা তার প্রতিবন্ধী ছেলের উপর হামলা নির্যাতন ও বসত ঘর ভাংচুরের অভিযোগ ওঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনার বিবরণে জানা যায় সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের বড় নগদিপুর গ্রামের মৃত আং মতিনের স্ত্রী রাশেদা বেগম (৬০) ও তার প্রতিবন্ধী ছেলে মুজাদিদের (২২) উপর পূর্ব আক্রোশে তুচ্ছ কথা কাটাকাটির জেরে গত ৮ মে বিকেল ৭ ঘটিকার সময় তাদের বসত ঘরে জোর পূর্বক অনুপ্রবেশ করে হামলা ও ভাংচুর করে একই গ্রামের প্রভাবশালী লাঠিয়াল মৃত সাহেব আলীর ছেলে মতিন মিয়া (৫৫), মতিন মিয়ার স্ত্রী সুলেহা খাতুন (৪৮) ও তাদের ছেলে খালেদ মিয়া (১৯)।
    এব্যাপারে জখমী রাশেদা বেগম এ প্রতিনিধিকে বলেন ঘটনার দিন আমার ছেলে (শারীরিক) প্রতিবন্ধী মুজাহিদ (২২) নদীর ঘাটে গোছল করতে গেলে মতিন মিয়ার ছেলে খালেদ মিয়া (১৯) মুজাহিদ’কে উদ্দেশ্য করে খারাপ ও আজেবাজে কথা বলে উত্যক্ত করে। পরবর্তীতে সন্ধ্যা ৭ ঘটিকায় হামলাকারীরা লাঠিয়াল ও প্রভাবশালী থাকায় আমার বসত ঘরে ইটপাটকেল নিক্ষেপ করে গালিগালাজ করতে থাকে, অনুন্নপায় হয়ে ঘরের দরজা খুলে দিলে মতিন মিয়া ও তার স্ত্রী সুলেহা ছেলে খালেদ আমাদের উপর লোহার রড ও দেশীয় লাটিসোঠা দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে এবং ঘরের আসবাবপত্র ভাংচুর করে আমাদের মা-ছেলের শুর চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে হামলাকারীরা আরও দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। তাদের হামলায় আমার ছেলে মুজাহিদের ঠোটে,
    ঘটনার দিন থেকে আমার ছেলেকে নিয়ে দিরাই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছি। আমি দিরাই থানাতে ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করেছি, আমি বিধবা নারী আমার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে অতিকষ্টে নিরীহভাবে জীবন যাপন করতেছি, উগ্র লাঠিয়াল হামলাকারী মতিন মিয়াদের শাস্তি দাবী করছি।

    আরও খবর

    Sponsered content