• সুনামগঞ্জ

    জগন্নাথপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে

      প্রতিনিধি ২৭ মে ২০২২ , ১:০৭:০৮ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে ক্রমান্বয়ে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। পানি বন্দী মানুষের মনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তবে পানি কমার সাথে সাথে নতুন ভোগান্তির শিকার হয়ে পড়ছেন ভানবাসি জনসাধারণ। বিগত কয়েক দিনের প্রবল বর্ষন আর উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলের পানিতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নদীর পাড় উপচে নদী তীরবর্তী বাড়ী-ঘরে পানি উঠেছিল। এবং নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশা-পাশি বাড়ী-ঘরে পানি উঠার ফলে অনেকে আত্মীয় স্বজনের বাড়ী ও আশ্রয় কেন্দ্রে আশ্রিত হয়ে অনেকে নিরুপায় হয়ে ঘরে মাঁচা বেধে এবং পালং এর উপর পরিবার এর লোকজনকে নিয়ে বসবাস করছেন। আজ ২৬ শে মে রোজ বৃহস্পতিবার সরেজমিনে ঘুরে দেখা যায় ও জানাযায়, উপজেলা ডাউকা, কুশিয়ারা – রত্না ও ইটখোলা নদীর পানি কমতে শুরু হওয়ায় বাড়ী-ঘর থেকে পানি নামছে। এতে কাঁচা ঘরের নল-খাকের অর্থাৎ মাটির বেড়া ধ্বসে পড়ে নতুন ভোগান্তির সম্মূখীন হচ্ছেন ভানবাসী জনসাধারণ। এমনকি ভানের পানি পঁচা- দুর্গন্ধ যুক্ত হওয়ায় অত্র এলাকায় নানা রকমের রোগবালাই দেখা দিয়েছে।নিম্নাঞ্চলে বসবাসরত মানুষ নৌকা যোগে চলাচল করছেন। উপজেলার বন্যা আশ্রয় কেন্দ্র, আত্মীয় বাড়ীতে ও নিজ বাড়ীর মাচায় বসবাসকারী জগদীশপুর গ্রাম নিবাসী বশর মিয়া, গুচ্ছ গ্রাম নিবাসী কাজলী রানী, শ্রীধরপাশা গ্রাম নিবাসী সুজন মিয়া সহ একাধিক পানি বন্দী পরিবারের লোকজন তাদের অভিপ্রায় ব্যাক্ত করতে গিয়ে বলেন, আকষ্মিক বন্যার পানি বাড়ীঘরে উঠায় ভীষণ কষ্টের মধ্য দিয়ে খেয়ে না খেয়ে পরিবার নিয়ে দিনাতিপাত করছি।গতকাল ২৫ শে মে থেকে পানি কমতে থাকলেও কাঁচা ঘরের বেরা ধ্বসে পড়ছে। নানা রোগ বালাইয়ের সম্মূখীন হয়ে পড়েছি। পানিতে যে দুর্গন্ধ সহ্যের বাইরে। অভাব অনটন এর সংসারে কিভাবে যে কি করি ভেবে পাচ্ছিনা। এক প্রশ্নের জবাবে যোগলনগর, জগদীশপুর, কান্দাগাঁও, কলকলি ও নয়াগাঁও গ্রাম সহ উপজেলার পানি বন্দী শতাধিক পরিবারের লোকজন বলেন, এখনো সরকারি কোনো সহায়তা পাইনি। আমাদের দুঃখ -কষ্ট লাগবে সরকারি সহায়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করছি। এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম বলেন, জনপ্রতিনিধি সহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই অংশ হিসাবে উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি ভাবে ও পরিকল্পনা মন্ত্রীর পক্ষ থেকে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হচ্ছে। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ত্রান সামগ্রী মজুদ আছে। ক্রমান্বয়ে বিতরণ করা হচ্ছে এবং হবে। আল্লাহর রহমতে উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে।

    আরও খবর

    Sponsered content