• সারাদেশ

    জগন্নাথপুরে পলাতক আসামী “শাহীন” গ্রেপ্তার

      প্রতিনিধি ১৬ মে ২০২২ , ৮:৫৭:৫৭ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী শাহীন (৩৭) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। থানা ও আদালত সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ জিন্নাতুল ইসলাম তালুকদার এর নেতৃত্বে একদল পুলিশ ১৩ ই মে রোজ শুক্রবার দিবাগত রাতে রাত্রিকালীন বিশেষ অভিযান পরিচালনা করে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী জগন্নাথপুর উপজেলা চিলাউড়া হলদিপুর ইউনিয়ন এর অন্তর্ভুক্ত চিলাউড়া (সমধল) গ্রাম নিবাসী মৃত মোঃ আর্শ্বাদ মিয়ার ছেলে মোঃ শাহীন মিয়া(৩৭) কে গ্রেপ্তার করেন (জি আর নং-৫৫/২০২১ইং)। তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে। গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই মোঃ জিন্নাতুল ইসলাম তালুকদার বলেন, গ্রেপ্তারকৃত পলাতক আসামী শাহীন মিয়া(৩৭) কে আজ ১৪ ই মে রোজ শনিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content