• সুনামগঞ্জ

    জগন্নাথপুরে পবিত্র ঈদুল ফিতরের জামাত সম্পন্ন

      প্রতিনিধি ৩ মে ২০২২ , ৮:৩৭:৪৫ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর এর প্রত্যেকটি মসজিদে শান্তিপূর্ণ পরিবেশে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। সীয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজানুল মোবারক শেষে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ ৩ রা মে রোজ মঙ্গলবার সকাল ৭ টা ৩০ মিনিট থেকে ৮টা ৩০ মিনিট এর মধ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার প্রায় পাঁচ শতাধিক ঈদগাহ ও মসজিদে মুসলিম জাহানের প্রধান উৎসব পবিত্র ঈদুল ফিতরের জামাত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অন্য বছর গুলোর মতো ঈদগাহ ও মসজিদে ছিল মুসল্লীদের ঢল। নামাজ শেষে দেশ ও বিশ্ববাসীর জন্য মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়েছে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম ও জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, উপজেলা জুড়ে শান্তিপূর্ণ পরিবেশে পবিত্র ঈদুল ফিতরের জামাত সম্পন্ন হয়েছে। মোঃ সাজেদুল ইসলাম ও মিজানুর রহমান উপজেলার সর্বস্তরের জনসাধারণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

    আরও খবর

    Sponsered content