• সুনামগঞ্জ

    “KUDA” এর ভার্চুয়াল সাধারণ সভা, খাদ্য সামগ্রী বিতরন এর পরিকল্পনা

      প্রতিনিধি ১ এপ্রিল ২০২২ , ১:৫৩:৩৮ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ পবিত্র রমজান মাসকে সামনে রেখে দেশ- বিদেশে বসবাসরত কলকলিয়া ইউনিয়ন এর প্রবীণ – নবীনদের সমন্বয়ে সামাজিক সংগঠন কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট এসোসিয়েশন (KUDA) এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মাসে শকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর পাশা-পাশি বিশ্ব মুসলিমকে সমাগত পবিত্র মাহে রমজান এর শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দেশ- বিদেশে বসবাসরত কলকলিয়া ইউনিয়ন এর প্রবীণ – নবীনদের হাতে গড়া সামাজিক সংগঠন কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট এসোসিয়েশন ( KUDA) এর আয়োজনে বাংলা সময় ৩১ শে মার্চ দিবাগত -রাত ৮ ঘটিকার সময় বাংলাদেশ সময় দিবাগত রাত ৮ ঘটিকার সময় ভার্চুয়াল প্লাটফর্ম জুমের মাধ্যমে সংগঠন এর সভাপতি ড. সানাওয়ার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ তৌফিকুল আম্বিয়া টিপু’র পরিচালনায় সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় বক্তব্য রাখেন, “KUDA” এর পেট্রন ও কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া, পেট্রন মোঃ নূরুল হোসাইন, উপদেষ্টা কমিটির প্রধান শফিকুল ইসলাম, উপদেষ্টা আবুল কালাম, আলহাজ্ব ফারুক মিয়া, সিনিয়র সহ-সভাপতি আবুল বশর এহিয়া, সহ-সভাপতি শায়েক আহমদ, খায়রুল ইসলাম, সহসভাপতি আনসার আলম কোরেশী, সহ -সাধারন সম্পাদক নোমান আহমদ ছোট মিয়া, সাংগঠনিক সম্পাদক বাতির আহমদ ও সাংস্কৃতিক সম্পাদক ফিরোজ রব্বানী প্রমূখ। অত্র সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, সমাগত রমজান মাসের মাঝামাঝি সময়ে কলকলিয়া ইউনিয়ন এর ৩ শত পরিবার এর মধ্যে পরিবার প্রতি ১ হাজার টাকা সমপরিমাণ মূল্যের খাদ্য সামগ্রী বিতরন করা হবে। যারা এ পবিত্র মাসে হতদরিদ্র মানুষকে সাহায্য করতে আগ্রহী তাঁহারা ৫ এপ্রিল এর মধ্যে অত্র কমিটির সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও সভায় “KUDA” এর সংবিধান এর সংবিধান পর্যালোচনা করার পাশাপাশি কলকলিয়া ইউনিয়ন এর হতদরিদ্র মানুষের জনসভা জীবন-মান উন্নয়নে সংগঠন এর করনীয় নিয়েও আলোচনা করা হয়। সভার শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন সংগঠন এর সদস্য মু, জামাল হুসাইন। সংগঠন এর আগামী মিটিং রমজান মাস এর পরপরই অনুষ্ঠিত হবে।

    আরও খবর

    Sponsered content