• সারাদেশ

    সুনামগঞ্জ সীমান্তে মটর সাইকেল,বিড়ি, গরুসহ, কয়লা আটক

      প্রতিনিধি ১০ এপ্রিল ২০২২ , ৭:৩৬:০২ অনলাইন সংস্করণ

    শফিকুল ইসলাম স্বাধীন বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জ সীমান্তে মটর সাইকেল,বিড়ি, গরুসহ, কয়লা ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অভিযানে আটক করেছে। ভারতীয় কয়লা, বিড়ি, গরু, বারকী নৌকা, মটর সাইকেল এবং বাংলাদেশী আইসক্রীম ও আইসক্রীম বক্স আটক করে বিজিবি। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পেকপাড়া বিওপির টহল দল (১০ই) এপ্রিল রবিবার ২:০০ ঘটিকায় সীমান্ত মেইন পিলার ১২২৯ এর নিকট শূন্য রেখা বরাবর ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের উত্তর পেকপাড়া নামক স্থান হতে (১টি)ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ৩৫,০০০/- টাকা। একই উপজেলার বাঁশতলা বিওপির টহল দল ১১:৩০ ঘটিকায় সীমান্ত পিলার ১২৩১/৫-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের শহীদ মিনার নামক স্থান হতে (৬৪০ পিস) বাংলাদেশী আইসক্রীম এবং (২টি) আইসক্রীম বক্স আটক করে, যার আনুমানিক মূল্য ২,৩২০/- টাকা। একই জেলার তাহিরপুর উপজেলায় চারাগাঁও বিওপির টহল দল ৪:০০ ঘটিকায় সীমান্ত মেইন পিলার ১১৯৬ এর নিকট হতে আনুমানিক (৮০০ গজ) বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার (১নং) উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট নামক স্থান হতে (৮০০ কেজি) ভারতীয় কয়লা এবং (১টি) বারকী নৌকা আটক করে, যার আনুমানিক মূল্য ৪০,৪০০/- টাকা। অপরদিকে বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর বিওপির টহল দল ৮:৩০ ঘটিকায় সীমান্ত পিলার ১২০৯/৪-এস এর নিকট হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার৩নং ধনপুর ইউনিয়নের রতনেরঘাট নামক স্থান হতে ১৩,৭৫০ পিস ভারতীয় বিড়ি এবং (১টি) মটর সাইকেল আটক করে, যার আনুমানিক মূল্য ১,৪৩,৩৭৫/- টাকা। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক মো: মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান। আটককৃত ভারতীয় কয়লা, বিড়ি, গরু, বারকী নৌকা, মটর সাইকেল এবং বাংলাদেশী আইসক্রীম ও আইসক্রীম বক্স শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, এবং সর্বমোট সিজার মূল্য ২,২১,০৯৫/- টাকা।

    আরও খবর

    Sponsered content