প্রতিনিধি ১ এপ্রিল ২০২২ , ২:০৩:৫৮ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ প্রেসক্লাবের আনন্দভ্রমন ২০২২ সম্পন্ন হয়েছে। ৩১মার্চ বৃহস্পতিবার সকালে প্রেসক্লাবের উকিল পাড়া কার্যালয় হতে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক সুনামগঞ্জের ডাক -র সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমদের নেতৃত্বে ডলুরা শহীদ মিনার এলাকায় এই আনন্দ ভ্রমন ২০২২ অনুষ্টিত হয়। প্রীতি ফুটবল ম্যাচ প্রতিযোগিতার মধ্য দিয়ে আনন্দ ভ্রমনের প্রথম ধাপ শুরু হয়।দৈনিক সুনামকন্ঠ প্রত্রিকার সম্পাদক প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিজন সেন রায়ের এ-টিম ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমদের বি- টিমের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ খেলায় এ টিম ১ গোল ও বি টিম ১ গোলের মধ্য দিয়ে খেলার ফলাফল ড্র হয় ঘোষণা দেন রেফারির দায়িত্ব পালনকারী দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সুনামগঞ্জ প্রতিনিধি মাসুম হেলাল। তবে প্রতিযোগীতায় প্রবীণ প্রতিযোগী বিজন সেন রায়কে ম্যান অব দ্যা ম্যাচ ও তার দলকে চ্যাম্পীয়ান ঘোষণা করত: পুরস্কারে ভূষিত করা হয়। দুপুরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান ও প্রীতি ফুটবল ম্যাচের বিজয়ী ও রানার্স আপদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আনন্দ ভ্রমন সমাপ্ত ঘোষনা করেন অধ্যক্ষ শেরগুল আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ডেইলি আওয়ার টাইম পত্রিকার প্রতিনিধি আল হেলাল, দৈনিক সমাচার প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক যায়যায় দিন প্রতিনিধি ঝুনু চৌধুরী,দৈনিক খবরপত্র প্রতিনিধি হোসাইন মাহমুদ শাহীন,দৈনিক সুনামগঞ্জের সময় সম্পাদক ও দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি সেলিম আহমদ তালুকদার,দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপ,সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র মিঠু, দৈনিক আজকালের খবর প্রতিনিধি আমিনুল হক,দৈনিক নবচেতনা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল,বৈশাখী টেলিভিশনের সুনামগঞ্জ প্রতিনিধি কর্ণদাস,দৈনিক খোলাকাগজ প্রতিনিধি শহীদনূর আহমদ, দৈনিক সোনালী খবর প্রতিনিধি ফরিদ মিয়া, দৈনিক জালালাবাদ প্রতিনিধি জসিম উদ্দিন, সাংবাদিক আনোয়ার হোসেন,সাংবাদিক সামছুল কাদির মিসবা,সাংবাদিক সোলেমান কবীর,সাংবাদিক রুজেল আহমদ, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন ও সাংবাদিক বাবুল মিয়া প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিটিভি ও বেতার শিল্পী শেরগুল আহমেদ, সাংবাদিক বাউল আল-হেলাল,মাছুম হেলাল ও শহীদনূর আহমদ বাউল গান পরিবেশন করেন।