প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২২ , ৮:৪৬:০৬ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সামাদ আজাদের ১৭তম মৃত্যুবার্ষিকীতে সুনামগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ নুরুল হুদা মুকুট বলেছেন,স্বাধীনতা পূর্ববর্তী ও পরবর্তী সময়ে স্বাধীন বাংলার স্বপ্নঁদ্রষ্টা জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর হিসেবে আমাদের হাওরপাড়ের রত্ন এবং স্বাধীন বাংলার প্রথম পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে মরহুম আব্দুস সামাদ আজাদ সুনামগঞ্জের মানুষকে বিশে^র পরিমন্ডলে পরিচিত করেছেন। তিনি এই দেশটিকে কিভাবে পাকিস্থান হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত করে বাঙ্গালী জাতিকে একটি স্বাধীন সার্বভৌমত্ব ভূখন্ড উপহার দিতে পারেন সেই লক্ষ্যেই জাতির পিতার নির্দেশনায় মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন বলেই আজ বঙ্গবন্ধুর কন্যা সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ বিশে^ একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হয়েছে। তিনি আরো বলেন,জাতির পিতার পাশাপাশি আব্দুস সামাদ আজাদকে বাদ দিয়ে দেশে এবং সুনামগঞ্জে আওয়ামীলীগের রাজনীতির পরিপূর্ণতা আসবে না। কাজেই সামাদ আজাদ আজ আমাদের মধ্যে বেচেঁ না থাকলে ও তার কৃতকর্ম,আদর্শ এবং আওয়ামীলীগের রাজনীতির আর্দশ আমাদের সকল মুজিব সৈনিককে অনুপ্রাণিত করে। আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলো সাধারন মাুনষের মাঝে তুলে ধরার পাশাপাশি সামাদ আজাদের ত্যাগের রাজনীতিকে বুকে ধারন করে আগামীতে স্বাধীনতা বিরোধীদের যেকোন ধরনের অপতৎপরতা রুখে দিতে মুজিব আদর্শের প্রতিটি মুজিব সৈনিককে প্রস্তুত থাকার আহবান জানান। তিনি আারো বলেন আজ আমরা আব্দুস সামাদ আজাদের ১৭তম মৃত্যুবার্ষিকী পালন করছি। তিনি হয়তো এতাদিন বেচেঁ থাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আরো অনেক আগেই বিশে^ একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিনত হয়ে যেত বলে দাবী করেন্ তিনি।
বুধবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ নুরুল হুদা মুকুটের উদ্যোগে জাতির জনক বঙ্গঁবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও স্বাধীন বাংলার প্রথম পররাষ্ট্রমন্ত্রী মরহুম আব্দুস সামাদের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহরের রমিজ বিপণীস্থ জেলা আওয়ামীলীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ নুরুল হুদা মুকুট এসব কথা বলেন।
সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক জুবের আহমদ অপুর স ালনায় এ সময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল,সাংগঠনিক সম্পাদক শংঙ্কর চন্দ্র দাস,সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ,আইন বিষয়ক সম্পাদক এড. মোঃ আব্দুল করিম,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আবুল কালাম,জেলা আওয়ামীলীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু,শ্রম বিষয়ক সম্পাদক এড. আজাদুল ইসলাম রতন,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অমল কান্তি কর,জেলা যুবলীগের সিনিয়র সদস্য সবুজ কান্তি দাস,নুরুল ইসলাম বজলু,সদস্য মো. পাভেল আহমদ,মোল্লাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. ছলিম উল্ল্যাহ,সদর যুবলীগের সহ সভাপতি ফয়সল আহমদ,জিল্লুর রহমান সজীব,সাবাজ উদ্দিন,তৈয়ব আলী,ইব্রাহিম আহমদ,রঙ্গারচর ইউপির সাবেক চেয়ারম্যান মো. আবুল কালাম,জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সামিয়ান তাজুল,বিশ^ম্ভরপুর উপজেলা যুবলীগের সিনিযর সহ-সভাপতি আনোয়ার হোসেন,জেলা ছাত্রলীগের সহ-সভাপতি অমিয় মৈত্র,সহ-সভাপতি সামছুল আবেদীন রাজন,শিক্ষা বিষয়ক সম্পাদক জয় কান্তি দে,কৃষি বিষয়ক সম্পাদক তানিম আহমদ,প্রানেশ দাস,জামিল আহমদ ও সদর ছাত্রলীগ নেতা রুহান আহমদ প্রমুখ।
পরিশেষে নেতৃবৃন্দরা মরহুম আব্দুস সামাদ আজাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এদিকে মরহুমের আত্মার শান্তির জন্য মসজিদে শিরনি বিতরন ও কালীবাড়ি মন্দিরে প্রসাদ বিতরনের আয়োজন করা হয়।