প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২২ , ৮:২০:৩৮ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর থানার লক্ষনশ্রী ইউনিয়নের হবতপুর গ্রাম নিবাসী সাবেক ইউপি সদস্য ফখরুল ইসলাম ফখরু মিয়া (৫৫) কে দাঙ্গা হাঙ্গামার মামলায় জেলহাজতে প্রেরণ করেছে আদালত। সুনামগঞ্জ সদর মডেল থানার মামলা নং ৭ (জিআর ৬২/২২) তাং ৫/৩/২০২২ইং ধারা বাংলাদেশ দন্ডবিধি আইনের ১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১১৪/৩৪ এর প্রেক্ষিতে আসামী হিসেবে গত ২১ এপ্রিল বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। উক্ত মামলা ছাড়াও হবতপুর নিবাসী মৃত মফিজ তালুকদারের পুত্র ফখরু মিয়া সুনামগঞ্জ সদর মডেল থানার মামলা নং ৩৫ তাং ২৯/৪/২০১৯ ও মামলা নং ২১ তাং ২১/৭/২০১৯ইং এর চার্জসীটভূক্ত প্রধান আসামী বলে জানান গ্রামবাসী। উক্ত ৩টি মামলা ছাড়াও তার বিরুদ্ধে সন্ত্রাস চাঁদাবাজীসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে আদালতে আরো একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন বলেও জানান মামলার বাদীপক্ষের আইনজীবি এডভোকেট প্রদীপ কুমার নাগ হারু বাবু। লক্ষনশ্রী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বর্তমান মেম্বার হবতপুর নিবাসী সেলিম আহমদ বলেন,পূর্ব বিরোধের জের ধরে গত ৪ঠা মার্চ শুক্রবার দুপুর ১.৪০ টায় গ্রামের পুরাতন জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার সামনে রাস্তায় ফখরু মিয়া ও তার বাহিনী আমার পিতা গোলাপ আলীসহ আমার পরিবারের ৪/৫ জনকে গুরুতর জখম করে। আশংকাজনক অবস্থায় জখমীদেরকে প্রথমে জেলা সদর হাসপাতাল ও পরবর্তীতে সিলেটস্থ এম.এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এই ঘটনায় আমি বাদী হয়ে মামলা দায়ের করলে ঐ মামলার পলাতক আসামী হিসেবে সকল আসামীরা আদালতে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত সকল আসামীদের জামিন মঞ্জুর করলেও ফখরু মিয়াকে জেল হাজতে প্রেরণ করেন।
Notifications