এম নয়ন তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি। ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরনবী চৌধুরী শাওন বলেন বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। আর এ সব কিছুই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐক্লান্তিক প্রচেষ্টায়।
শুক্রবার সন্ধ্যায় তজুমদ্দিন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা আ’লীগ সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে এসব কথা বলেন এমপি শাওন।
এসময় এমপি শাওন আরো বলেন,বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের তৃণমূল পর্যায়ে উন্নয়ন হচ্ছে। এ উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
এসময় উপস্থিত ছিলেন,আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন সুমন, সাংগঠনিক সম্পাদক আমিন মহাজন,ইউপি চেয়ারম্যান শহীদুল্ল্যাহ কিরণ, মেহেদী হাসান মিশু, মোঃ রাসেল, আবু তাহের মিয়া, নুরনবী সিকদার, সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ফরিদ, যুব মহিলা লীগের সভাপতি কোহিনুর বেগম শিলা,যুবলীগ সম্পাদক আব্দুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ঈসতিয়াক হাসান, কৃষকলীগ সভাপতি সিরাজুল ইসলাম, সম্পাদক মিরাজ উদ্দিন পারভেজ, মৎস্যজীবি লীগ সভাপতি সিরাজ মেম্বার, সম্পাদক সফিক মেম্বার সহ ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ