• সুনামগঞ্জ

    শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্পের আওতায় বাড়ী পেল সদর উপজেলার ১৬৫ পরিবার

      প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২২ , ৮:২৮:১১ অনলাইন সংস্করণ

    আল-হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় ১৬৫টি ভবন বাড়ী প্রদান করা হয়েছে। ২৬ এপ্রিল মঙ্গলবার সকাল ১১টায় সদর উপজেলা পরিষদের হলরুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে নতুন বসতবাড়ীর চাবি বিভিন্ন উপকারভোগীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়। সে সাথে প্রদান করা হয় ২ শতক জায়গার মালিকানা দলিলসহ আনুসাঙ্গিক কাগজপত্রাদি। সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান শাহরীয়ার এর সভাপতিত্বে বাড়ী প্রদান উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া,ভাইস চেয়ারম্যান আবুল হোসেন এডভোকেট,সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা,সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু,রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মানিক মিয়া,সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ নুর আলী,ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোঃ কামাল হোসেন,একেএম সাব্বির আহমদ,লক্ষনশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল অদুদ ও গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত আলী প্রমুখ। আলোচনা সভার পূর্বে মে উপবিষ্ট কর্মকর্তা ও স্থানীয় উপকারভোগীরা ভার্চুয়ালী সংযুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন জেলাবাসীর সাথে সংযুক্ত হয়ে যে বক্তব্য প্রদান করেন তা প্রজেক্টরের মাধ্যমে উপভোগ করেন। উপকারভোগীরা ঘর ও আশ্রয় পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি চোখের জলে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার প্রয়াত শহীদ পরিবারবর্গের জন্য দোয়া প্রকাশসহ শ্রদ্ধা প্রদর্শন করেন।

    আরও খবর

    Sponsered content