প্রতিনিধি ২২ এপ্রিল ২০২২ , ৯:২৯:০৮ অনলাইন সংস্করণ
ভারতের কর্নাটকে হিজাব নিয়ে বিতর্ক চলছেই। শুক্রবার নতুন করে বিতর্ক জন্ম দিয়েছে প্রদেশটির উদুপিরের একটি কলেজে।
হিজাব পরায় মুসলিম দুই কলেজ ছাত্রীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হয়নি।উদুপি ভিদোদয়া পিউ কলেজে শুক্রবার দ্বাদশ শ্রেণির বোর্ড ফাইনাল পরীক্ষায় এ ঘটনা ঘটে। ভিডিও দেখতে ক্লিক করুন- খবর এনডিটিভির।
আলেয়া আসাদি ও রেশাম নামে দুই ছাত্রী শুক্রবার সকালে বোর্ড পরীক্ষা দিতে ওই কেন্দ্রে যান। তাদের বলা হয়, সরকারি নির্দেশ অনুসারে হিজাব পরে কলেজে প্রবেশ করা যাবে না।
তারা কলেজের অধ্যক্ষকে ৪৫ মিনিট ধরে অনুনয়-বিনয় করেও পরীক্ষা হলে প্রবেশের অনুমতি পাননি। পরে পরীক্ষা না দিয়ে বাড়ি ফিরে যান।
প্রসঙ্গত ভারতে শুক্রবার থেকে ৬ লাখ ৮৪ হাজার শিক্ষার্থী দ্বাদশ শ্রেণির এ বোর্ড ফাইনাল পরীক্ষায় অংশ নিচ্ছেন।
প্রথম দিন ছিল বিজনেস স্টাডিজ প্রথম পত্রের পরীক্ষা।একযোগে দেশটির ১ হাজার ৭৬টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়েছে। আগামী ১৮ মে পর্যন্ত এ পরীক্ষা চলবে।
আদালতের আদেশ রক্ষা করতে অনেক স্কুলের শিক্ষকরা শিক্ষার্থীদের হিজাব খুলে স্কুলে প্রবেশ করতে বাধ্য করছেন।
যুগান্তর