প্রতিনিধি ১ এপ্রিল ২০২২ , ১২:৪৮:০৯ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের দিরাইয়ে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা এর দিরাই উপজেলা শাখা ও পৌর শাখা’র পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ১লা এপ্রিল শুক্রবার সকাল ১১ ঘটিকার সময় দিরাই বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জরুরী আলোচনা সভা’য় এ কমিটি গঠন করা হয়।
এতে দিরাই উপজেলা কমিটিতে সভাপতি মুজিবুর রহমান, সহ-সভাপতি জনি হাসান,সজিব রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক জাহানারা বেগম, বীথি দাস, কোষাধক্ষ্য পুলক চৌধুরী, দপ্তর সম্পাদক শামসুজ্জামান লিক্সন, নির্বাহী সদস্য মাহমুদুল হাসান অলেক, মিজানুর রহমানসহ ১৫ জনের নাম ঘোষণা করা হয়।
দিরাই পৌর শাখা’র কমিটিতে সভাপতি হান্নান অর রশিদ, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, রুকনুজ্জামান জহুরী, সাধারণ সম্পাদক অসিম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক রুমা বেগম, সোনিয়া আক্তার, কোষাধক্ষ্য আক্তার সাদিক, দপ্তর সম্পাদক সুকমল বর্মনসহ ১৫ জনের নাম ঘোষণা করা হয়।