• খেলাধুলা

    পাড়ারগাঁও ক্রিকেট প্রিমিয়ার লীগ এর ফাইনাল খেলা সম্পন্ন

      প্রতিনিধি ১ এপ্রিল ২০২২ , ৯:৫৪:১০ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর উপজেলার পাড়ারগাঁও ক্রিকেট প্রিমিয়ার লীগ -২০২২ইং” এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলায় ইয়ামিন ফাইটার্স চ্যাম্পিয়ন ও জাহিদুর ফাইটার্স রানারআপ হয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাড়ারগাঁও ক্রিকেট ক্লাব এর আয়োজনে ও পাড়ারগাঁও গ্রাম নিবাসী মোঃ মর্তুজ আলীর অর্থায়নে অনুষ্ঠিত “পাড়ারগাঁও ক্রিকেট প্রিমিয়ার লীগ -২০২২ইং” এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ২ রা এপ্রিল রোজ শুক্রবার বিকালে পাড়ারগাঁও আইডিয়াল হাইস্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় চ্যাম্পিয়ন হয়েছে ইয়ামিন ফাইটার্স এবং রানার্সআপ হয়েছে জাহিদুর ফাইটার্স। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে মোজাহিদ আলম ও ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয়েছে মাহবুব আহমদ। বিশিষ্ট মুরুব্বী মোঃ আয়না মিয়ার সভাপতিত্বে ও সাবেক ক্রিকেটার মোঃ আল কবির ও সাবেক ক্রিকেটার মোঃ ফয়সল আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন , বিশিষ্ট শিক্ষানুরাগী কলকলিয়া ইউনিয়ন শাখা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আলাল হোসেন রানা, কলকলিয়া ইউনিয়ন শাখা বিএনপির সাধারন সম্পাদক এম সাদিকুর রহমান নান্নু, কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর মেম্বার মোঃ মাসিক আহমদ ও ক্রিকেটার মোঃ নূরুল আমীন প্রমূখ। পরিশেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়ক এর হাতে পুরুষ্কার তুলে দেওয়ার পাশাপাশি অন্যান্য পুরস্কার তুলে দিয়েছেন দিয়েছেন অনুষ্ঠান এর অতিথি বৃন্দ। এসময় খেলোয়াড় বৃন্দ সহ ক্রিকেট প্রেমী বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন ।

    আরও খবর

    Sponsered content