প্রতিনিধি ২২ এপ্রিল ২০২২ , ৭:৩৭:১১ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের সুরমা নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো. মতিউর রহমান (২৬) ।
শুক্রবার দুপুরে উপজেলার সুরমা ইউনিয়নের ভোজনা গ্রাম সংলগ্ন নদী থেকে মতিউর রহমানের লাশ উদ্ধার করা হয় । মতিউর রহমান ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষীবাউর গ্রামের আফতাব মিয়ার পুত্র।
নিহত মতিউর রহমানের পরিবার সুত্রে জানা গেছে একই গ্রামের আব্দুর রহিমের পুত্র জাবির মিয়া গত ১৯ এপ্রিল রাত ১০টার দিকে সুরমা নদীতে মাছ ধরার জন্য মতিউর রহমানকে ডেকে নেন। নদীতে মাছ ধরতে গিয়ে ওই রাতে জাবির মিয়া বাড়ি ফিরে এলেও মতিউর রহমান আর ফিরেনি আসেননি। তখন থেকেই মতিউর রহমান নিখোঁজ রয়েছে। খবর পেয়ে স্থানীয়রা অনেক খোঁজাখুজি করলেও তার কোনো সন্ধান না পাওয়াতে মতিউরের বাবা ছাতক থানায় একটি জিডি করেন। শুক্রবার দুপুরে সুরমা নদীতে মতিউর রহমানের লাশ ভাসমান দেখতে পেয়ে স্থানীয় লোকজন দোয়ারাবাজার থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ এসে সুরমা নদী থেকে মতিউর রহমানে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার এস আই মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান,ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।