প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২২ , ১:৩৮:১৭ অনলাইন সংস্করণ
মোঃ সফিকুল ইসলাম বিশেষ, প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে। সুনামগঞ্জ জেলার তাহিরপুরে (৩য়) পর্যায়ে ৮৫টি ‘ভূমিহীন ও গৃহহীন’ পরিবারের মধ্যে গৃহ হস্থান্তর উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (২৫ এপ্রিল) সোমবার বেলা (৩ ঘটিকায়) উপজেলা বঙ্গবন্ধু কনফারেন্স হল রোমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান কবির,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আলা উদ্দিন। আরো উপস্থিত ছিলেন সমকাল প্রতিনিধি আমিনুল ইসলাম, মানবকন্ঠ প্রতিনিধি রমেন্দ্র নারায়ন বৈশাখ,ভোরের কাগজ প্রতিনিধি মো.সাজ্জাদ হোসেন শাহ্, সাংবাদিক রাজন চন্দ, আবুল কাশেম, রাহাদ হাসান মুন্না,শফিকুল ইসলাম স্বাধীন, আহম্মেদ কবির, উজ্জল হাসান, খোরশেদ আলম, আখঞ্জি টিটু,নাসির উদ্দিন,রোকন উদ্দিন, সাগড় তালুকদার, শওকত হাসান, মনিরাজ তালুকদার প্রমুখ সহ উপজেলার সরকারি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রায়হান কবির বলেন, যাচাই বাচাই করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে উপজেলার ‘ভূমিহীন ও গৃহহীন’ পরিবারের মধ্যে হস্তান্তর করা হবে। উল্লেখ্য: তাহিরপুর উপজেলায় মুজিববর্ষের উপহার হিসেবে (১ম) পর্যায়ে ‘ভূমিহীন ও গৃহহীন’ পরিবারের মধ্যে ৭০ টি ও ২য় পর্যায়ে ৭৬ ঘর হস্তান্তর করা হয়েছে।