প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২২ , ১২:৩২:০১ অনলাইন সংস্করণ
বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার তাহিরপুরে নাপিত বেদে ধোপা ও হরিজন দলিত জনগোষ্টি বিশেষ ভাতা ভাতাভোগীরা দু’বছর ধরে তাদের ভাতা পাচ্ছেন না। সমাজসেবা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক তাহিরপুর উপজেলা সমাজসেবা অফিস উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলিত নাপিত বেদে ধোপা ও হরিজন জনগোষ্টির বিশেষভাতা প্রদানর জন্য ২৬ জনকে তালিকাভুক্ত করে। সে লক্ষে ২০১৭ সালের জুলাই মাস হতে প্রতি মাসে ৫’শ টাকা করে সোনালী ব্যাংক তাহিরপুর শাখায় তাদের স্ব স্ব হিসাবের মাধ্যমে ভাতা উত্তোলন করে আসছেন। এরই ধারাবাহিকতায় ভাতাভোগীরা ২০২০ সালের জুন মাস পর্যন্ত তারা সোনালী ব্যাংক তাহিরপুর শাখা থেকে ভাতা উত্তোলন করে আসছিলেন। ভাতাভোগী তাহিরপুর সদর ইউনিয়নের গোবিন্দশ্রী গ্রামের হাবিজ উদ্দিন প্রকাশিত আবু বলেন,এলাকায় আগের মতো কামকাজ নাই তাই রুজি রোজগার কমে গেছে ঈদের আগে টাকাটা পাইলে পরিবারের সবাইকে নিয়ে ভালোভাবে ঈদটা করতে পারতাম। ভাতাভোগী ভাটি তাহিরপুর গ্রামের সুনীল চন্দ (৭০) বলেন,দুই মেয়ে ছিল তাদের বিয়ে দিয়ে দিছি। বর্তমানে স্ত্রীকে নিয়ে আমার সংসার। কামকাজ নেই দুই বছরের ভাতা একত্রে পেলে ধারদেনা পরিশোধ করে সংসারে কাজে লাগাতে পারতাম। তাহিরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ বলেন, তাহিরপুরে ২৬ জন দলিত নাপিত বেদে ধোপা ও হরিজন জনগোষ্টির বিশেষভাতা এমআইএস জটিলতার কারণে ভাতা বন্ধ ছিল। পরবর্তীতে এমআইএস সংশোধন করে ২৬ জনের পেরোল সমাজসেবা অধিদপ্তরে প্ররণ করা হয়েছে। সমাজেসেবা অধিদপ্তর বাংলাদেশ ব্যাংকে টাকা পাঠালেই বাংলাদেশ ব্যাংক স্বস্ব হিসাবে টাকা পাঠিয়ে দিবে।