এম নয়ন, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি। তজুমদ্দিনে কৃষকলীগের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, দেশের কৃষির উন্নয়ন এবং কৃষকের স্বার্থ রক্ষার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকাল থেকে কৃষক লীগ কৃষকদের সংগঠিত করা, তাদের দাবি আদায় এবং দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে।
মঙ্গলবার বিকাল ৫টায় ভোলার তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা কৃষকলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন এমপি শাওন।
উপজেলা কৃষকলীগের সভাপতি জনাব সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন পারভেজ এর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান,যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, সাংগঠনিক সম্পাদক আমিন মাহাজন, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরন, সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু হাওলাদার, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাসেল, যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।