• সুনামগঞ্জ

    জনসেবা ফাউন্ডেশন ইউকের উদ্যোগে বালিকান্দী গ্রামে রমজান উপহার সামগ্রী বিতরন

      প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২২ , ৬:৫৮:৪৪ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জনসেবা ফাউন্ডেশন এর পৃষ্ঠপোষক আহমেদ হোসাইন লিকছন এর উদ্যোগে মাহে রমজান উপলক্ষে বালিকান্দী (নতুনপাড়া) গ্রামের ৯০ টি পরিবার এর মধ্যে উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। আর্থ মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ” জনসেবা ফাউন্ডেশন ইউকে ” এর পক্ষে অত্র সংগঠন এর পৃষ্ঠপোষক আহমেদ হোসাইন লিকছন এর উদ্যোগে পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে ১২ ই এপ্রিল রোজ মঙ্গলবার সকালে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বালিকান্দী (নতুনপাড়া) গ্রামের ৯০ টি পরিবারে রমজান এর উপহার স্বরূপ প্রত্যেক পরিবার ১০ কেজি চাউল,২ লিঃ তৈল, ৪ কেজি পেয়াজ,আধা কেজি রসুন, ২ কেজি আলু,২কেজি ডাল,২ কেজি চানা, আধা কেজি খেজুর, ১ কেজি চিনি,২০০ গ্রাম মরিচ,২০০ গ্রাম হলুদ, ২০০ গ্রাম ধনিয়া,১ কেজি লবন ও ১ কেজি ময়দা করে খাদ্য সামগ্রী বিতরন করেছেন “জনসেবা ফাউন্ডেশন ইউকে” এর সভাপতি মোঃ ফজলুল হক। এই উপহার সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন, মনোয়ারুল হক,সাবেক মেম্বার মির্জা আব্দুল লতিফ, জুবেদুল হক,আলী হোসেন, মাসুম,আনহার,বক্কর,সাকিব,মামুন ও মাসুদ প্রমূখ। উপহার সামগ্রী বিতরন পূর্ব সময়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বালিকান্দী (নতুনপাড়া) জামে মসজিদ এর ইমাম মাওলানা মোঃ শামীম আহমদ চৌধুরী।

    আরও খবর

    Sponsered content