প্রতিনিধি ৬ এপ্রিল ২০২২ , ৯:২৩:২৫ অনলাইন সংস্করণ
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে “বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক ” কর্তৃক মতবিনিময় সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর থানা প্রশাসনের আয়োজনে ৬ ই এপ্রিল রোজ বুধবার দুপুরে জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অত্র বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক জয়ন্ত শেখর রায় এর সভাপতিত্বে “বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক” কর্তৃক আয়োজিত বাল্য বিবাহ, নিরাপদ ইন্টারনেট ব্যবহার, অপহরণ, নারী নির্যাতন ও মাদক সেবন প্রতিরোধ বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে ” নারীর ক্ষমতায়ন উন্নয়নের প্রধানশর্ত” এ বিষয়ের উপর বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভা ও বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল, অত্র বিদ্যালয় এট সহকারী শিক্ষক মোঃ সালাহ উদ্দিন হায়দার। বিট অফিসার এসআই/মোঃ জিন্নাতুল ইসলাম তালুকদার অনুষ্ঠানটির সমন্বয়কারী হিসাবে দায়িত্ব পালন করেন। বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হিসাবে যৌথ ভাবে পুরষ্কার গ্রহণ করেন তাসমিয়া তাবাসসুম মোহনা ও বুসরা বেগম। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান।