বায়েজিদ অপি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শান্তিগঞ্জ এবং জগন্নাথপুর উপজেলা সহ দেশের সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি’র এপিএস ও শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হাসনাত হুসাইন।
তিনি বলেন; পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ‘ঈদ মোবারক’। ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বারতা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। দিনটি বড়ই আনন্দের, খুশির। এই আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, শহর নগর গ্রামগঞ্জে, তথা সারা বিশ্বে। শহরবাসী মানুষ নাড়ির টানে রক্তের আকর্ষণ ফিরে যান আপনজনের কাছে, মিলিত হয় আত্মীয়-স্বজনের সাথে। এ যেন এক স্বর্গীয় অনুভূতি। কে ছোট কে বড় কে ধনী কে দরিদ্র সকল শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। সিয়াম সাধনা ও ঈদুল ফিতরের শিক্ষা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ।
পরিশেষে পরিকল্পনা মন্ত্রী’র দীর্ঘ নেক হায়াত ও সুস্থতা কামনা করেন। ঈদ মোবারক।