• সন্ত্রাসী/চাঁদাবাজি

    তজুমদ্দিন শম্ভুপুরে  জোরপূর্বক ঘের থেকে মাছ লুটপাটের অভিযোগ

      প্রতিনিধি ১০ মার্চ ২০২২ , ১:২৮:০৪ অনলাইন সংস্করণ

    তজুমদ্দিন (ভোলা)  প্রতিনিধি: ভোলা তজুমদ্দিন শম্ভুপুর  একটি মৎস্য ঘের থেকে জোরপূর্বক তিন লক্ষাধিক টাকার মাছ লুটপাটের অভিযোগ উঠেছে। এঘটনায় মো: মুজাহারুল ইসলাম  থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
    অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার লাতছি শম্ভুপুর  আবুল আকাশের ছেলে মোঃ মুজাহারুল ইসলাম দীর্ঘ ২০ বছর  মৎস্য চাষ করে আসছেন।
    বৃহস্পতিবার  আনুমানিক দুপুর ১:৩০ সময় লামছি শম্ভুপুর  সাইদুল হক চৌকিদার সহ তার  ছেলে ফরিদ, সেলিম, কামাল  জোরপূর্বক ভাবে ওই ঘেরের প্রায় তিন লাক্ষাদিক  টাকার মাছ লুট করে নেয়। স্থানীয় লোকজন দেখে আমাকে ফোন করে। আমি এলাকায় বাহিরে থাকায় আসতে সময় হয়। এসে দেখি আমার ঘেরের পানি ও মাছ নেই। স্থানীয় লোকজনের কাছে জানতে পারি তাহারা আমার ঘেরের মাছ ধরে দিয়ে যায়। ইতি মধ্যে বিবাদী আমাকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন।
    এব্যাপারে  তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ এসএম জিয়াউল হক জানান  অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

    আরও খবর

    Sponsered content