প্রতিনিধি ২২ মার্চ ২০২২ , ১:৫০:৪১ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন রমজান উপলক্ষে তৃণমূল পর্যায়ে নিম্ন আয়ের মানুষের নিকট জেলায় টিসিবি পণ্য বিক্রি শুরু হচ্ছে।
আজ মঙ্গলবার সকাল ১০ টায় সদর উপজেলার কুরবান নগর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৪৩৬ জন কার্ডধারীকে টিসিবি’র কার্ড দেখে দেখে এই সুবিধার আওতায় আনা হয়। জেলায় মোট ১ লক্ষ ১৪ হাজার ৯১০জন কার্ডধারীকে এই পণ্য দেওয়া হবে।
প্রথম পর্যায়ে উপকারভোগীরা পাচ্ছেন, ২ কেজি চিনি, ২ কেজি মশুর ডাল, ২ লিটার সয়াবিন তেল। যার প্যাকেজ মূল্য হবে ৪৬০ টাকা। একজন ভোক্তা রমজান মাসে ২ বার এ সুবিধা পাবেন। ১৫ রমজান থেকে এসব পণ্যের সাথে ছোলা ও পাবেন। আজ সদর উপজেলার এই ইউনিয়নে ৪৩৬জন পণ্য পাবেন। জেলার ২৩ টি পয়েন্টে ৫৩ হাজার ৫৪ জনকে টিসিবির পণ্য প্রদান করা হবে।
পন্য সরবরাহের তুলনায় আগ্রহী ক্রেতা অনেক বেশি হওয়ায় তাদের হিমসিম খেতে হচ্ছে। সরকারের সহযোগিতা চায়ে সদর উপজেলার টিসিবি পন্য (ডিলার) বিক্রেতা মইনুল ইসলাম বললেন আমরা আশা করি হাওরের বেশীর ভাগ মুনয়ষই নি¤œ আয়ের তাই সরকার এই দিক বিবেচনায় নিয়ে টিসিবি পন্য এই জেলায় আরো বড়িয়ে দেবেন। আমাদের পক্ষ থেকে সরকার যতদিন চাইবে এই বিক্রয় অব্যাহত থাকবে।