প্রতিনিধি ৬ মার্চ ২০২২ , ১১:১১:০০ অনলাইন সংস্করণ
আল-হেলাল,সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে মনোনিত হয়েছেন সুনামগঞ্জ সদর সার্কেল জোনের সহকারী পুলিশ সুপার মোঃ জয়নাল আবেদীন, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মনোনীত হয়েছেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, শ্রেষ্ঠ ইন্সপেক্টর তদন্ত মনোনীত হয়েছেন সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মনিরুজ্জামান খান এবং শ্রেষ্ঠ এসআই হিসাবে মনোনিত হয়েছেন এসআই শরীফ উদ্দিন ও ছাতক থানার এসআই হাবিবুর রহমান। মনোনিত ৫ পুলিশ অফিসারকে পুরষ্কৃত করেছেন সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম। এর আগে গত ৫ ফেব্রুয়ারি মাসিক অপরাধ পর্যালোচনা সভা ও কল্যাণ সভায় প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরুপ উক্ত পুলিশ সদস্যদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সাইদ ও দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির আহমদসহ বিভিন্ন উপজেলার পুলিশ অফিসাররা উপস্থিত ছিলেন।
এর আগে ৫ মার্চ সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে স্বস্ব কার্যক্ষেত্রে অনন্য অবদান এবং পেশাগত কাজে দক্ষতা ও ধারাবাহিক সফলতার স্বীকৃতিস্বরুপ তাদেরকে সম্মাননা ক্রেস্টও প্রদান করেন পুলিশ সুপার। এ ব্যাপারে জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম বলেন,অপরাধ দমন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পুলিশ সদস্যদের মধ্যে যারা নিজের পেশাকে পবিত্র দায়িত্ব মনে করে জনগনের জানমাল হেফাজতে সর্বোচ্চ চেষ্টা এবং পুলিশের প্রতি সাধারন মানুষের আস্থা ফিরিয়ে আনতে সততা আন্তরিকতা ও কর্তব্যনিষ্টার সাথে দায়িত্ব পালন করবে তাদেরকে আমার পক্ষ থেকে যেমন কৃতজ্ঞতা অভিননন্দন ও শুভেচ্ছা জানানো হবে তেমনি পুলিশ প্রশাসন ও সদাশয় সরকারের পক্ষ থেকেও থেকেও ভাল কাজের স্বীকৃতি ও পুরস্কার প্রদান অব্যাহত থাকবে।