• বিনোদন

    সুনামগঞ্জে জাতীয় সংগীত পরিবেশন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

      প্রতিনিধি ২৫ মার্চ ২০২২ , ৯:২১:৪৩ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি: সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংগীত পরিবেশন,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণঃ বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংগীত পরিবেশন উপলক্ষে ২৪ শে মার্চ রোজ বৃহস্পতিবার সুনামগঞ্জের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গনে জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করেন সুনামগঞ্জ সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আলোচনা সভায় বক্তব্য রাখেন,পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান,স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ জাকির হোসেন,মুক্তিযোদ্ধা অ্যাড.আলী আমজাদ ও নূরুল মোমেন প্রমুখ। এসময় বক্তারা বলেন,বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণের পিছনে অনেক সংগ্রাম রয়েছে। একটা সময় ছিল বাংলাদেশকে বিশ্বের কাছে ছোট করে দেখা হতো সেই দেশ গুলো এখন বাংলাদেশকে বিশ্বের কাছে রোল মডেল হিসেবে পরিচিতি করছে।দেশের মাথাপিছু আয় বেড়েছে,শিক্ষা , চিকিৎসা সেবা, বিদ্যুৎ, অন্নবস্ত্র, বাসস্থান ও যোগাযোগ ব্যবস্থা সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করছে সরকার।

    আরও খবর

    Sponsered content