• সুনামগঞ্জ

    সত্যবাদী ও পরিশ্রমীরাই প্রকৃত মানুষ- জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

      প্রতিনিধি ৬ মার্চ ২০২২ , ৮:৪৭:১৯ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি,জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শি চিন্তা -ধারায় দেশের উন্নয়ন এর অগ্রযাত্রা দুর্বার গতিতে এগিয়ে চলছে। শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য ও বিদ্যুৎ সহ উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ আজ বিশ্বের রোড মডেল। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নাই। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কার্যক্রম চলমান আছে, চলবে। শেখ হাসিনার কাজ আমাদের কাজ। চেয়ারম্যান ও রাজনৈতিক ব্যক্তিদের কাজ দেশের উন্নয়ন করা। এটাই আমাদের প্রধান কাজ। এই কাজে কোনো ব্যবধান নাই, দলাদলি নাই, কোন্দল নাই। বিএনপি ও জামায়াতেরও সড়ক নাই। সব বাংলাদেশের সড়ক। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, শিক্ষার্থীরাই এ দেশের মূল শক্তি। আমরা চাই শিক্ষার্থীরা যেন প্রকৃত মানুষ হয়। প্রকৃত মানুষ হল তারা, যারা সত্যবাদী ও পরিশ্রমী। যাদের মধ্যে দেশপ্রেম রয়েছে। বাংলা ভাষার প্রতি ভালোবাসা আছে। তাঁরাই এ দেশ পরিচালনা করবে। বাঙালি জাতি একসময় গোলাম ছিল। কার নেতৃত্বে আমরা স্বাধীন হয়েছি তা সঠিকভাবে জানতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ডাকে ছাত্র – জনতা সহ সকল শ্রেনী পেশার মানুষের আন্দোলন এর ফসল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ও মায়ের ভাষা বাংলা। কিছু মানুষ এখনো আছে, যারা চায় আবারো বিভিন্ন দেশের গোলাম হতে। তাদের কাছ থেকে সাবধানে থাকতে হবে। মন্ত্রী আরো বলেন, আপামর জনসাধারণের প্রতি বিশ্বাস আছে, তাই জোর করে ভোট নিতে চাই না। আমরা কিছু চাই না, এলাকার উন্নয়নের জন্য কাজ করতে চাই, কাজের সুযোগ চাই। ভোটের মাধ্যমে আপনারা সে সুযোগ দেবেন এটা আশা করছি।আগামী জাতীয় নির্বাচনে আমি থাকি বা না থাকি সেটি বড় কথা নয়। নৌকা আসবে, আওয়ামী লীগ আসবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন। প্রধানমন্ত্রী বিশেষ করে গ্রামের উন্নয়নের জন্য, বৃদ্ধ ও নারী-শিশুদের জন্য কাজ করে যাচ্ছেন। সেই কাজের অগ্রযাত্রা ধরে রাখতে আগামী নির্বাচনে সবাইকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানাচ্ছি। ৬ ই মার্চ রোজ রবিবার বেলা ১১ ঘটিকার সময় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জের ঘোষগাঁও উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেছেন পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান। এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি মোঃ আকমল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম ও জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন। পরে পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে ৪ কোটি ৬৩ লাখ টাকা ব্যয় সাপেক্ষে নির্মিত রাণীগঞ্জের ঘোষগাঁও-টিয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সড়ক এবং ঘোষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সড়ক,ইছগাঁও-রাণীগঞ্জ সড়ক ও শিবগঞ্জ-পাইলগাঁও ভায়া রমাপতিপুর গ্রামের সড়কের উদ্বোধন করেন।

    আরও খবর

    Sponsered content