প্রতিনিধি ৩১ মার্চ ২০২২ , ৬:২৮:৫২ অনলাইন সংস্করণ
শেষ পর্যন্ত লড়াই করে যাবেন ইমরান খান। পাকিস্তানের প্রধানমন্ত্রী বৃহস্পতিবার পাকিস্তানের জনগণের উদ্দেশে দীর্ঘ এক ভাষণ দিয়েছেন।
এ ভাষণে তার বিরুদ্ধে আনীত অনাস্থা ভোট নিয়ে কথা বলেছেন। রোববার তার বিরুদ্ধে অনাস্থা ভোট হবে।
ইমরান খান দাবি করেছেন বিদেশীদের সহায়তা নিয়ে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে বিরোধীরা।
কারণ তিনি সব সময় শেষ বল পর্যন্ত লড়াই করেছেন।
এ ব্যাপারে ইমরান খান বলেন, রোববার ভোট হবে। এর মাধ্যমে এ দেশের ভাগ্য নির্ধারণ হবে। কেউ কেউ বলছে আমার পদত্যাগ করা উচিত। আমি সব সময় শেষ বল পর্যন্ত লড়াই করি। আমি পুরো দেশকে বলব, ওইদিন (অনাস্থা ভোটের দিন) দেখবেন কারা তাদের বিবেককে বিক্রি করে দিয়েছে।
ইমরানের ভাষ্য অনুযায়ী যারা বিদেশীদের সঙ্গে ষড়যন্ত্র করে দেশকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে তাদের জনগণ ক্ষমা করবে না।
এ ব্যাপারে ইমরান খান বলেন, যারা বিদেশীদের সঙ্গে দেশ বিক্রির চুক্তি নিয়েছেন, এটি আপনাদের ওপরই পড়বে। জনগণ আপনাদের ভুলবেও না ক্ষমাও করবে না। আপনাদের সবাই মনে রাখবে আপনারা দেশকে বিক্রি করে দিয়েছেন। বিদেশীদের সঙ্গে ষড়যন্ত্র করে আপনারা এমন একটি সরকারকে হটিয়ে দেওয়ার চেষ্টা করছেন যাদের নিজস্ব পররাষ্ট্রনীতি রয়েছে।
ইমরান খান তার ভাষণে আরও বলেছেন, আমি যখন রাজনীতিতে আসি তখনই সিদ্ধান্ত নিয়েছি কখনো মাথা নত করব না এবং দেশকেও কারো কাছে মাথা নত করতে দেব না। তার মানে আমি আমার দেশকে কখনো কারো দাস হতে দেব না।
ইমরান খানকে সরিয়ে দিতে সবচেয়ে বেশি দৌড়-ঝাপ করছেন মুসলিম লিগ-নওয়াজের প্রধান শাহবাজ শরীফ। তিনি পাকিস্তানের বিরোধী দলীয় নেতা।
এই শাহবাজ শরীফকে রাজকীয় দাস হিসেবে অবহিত করেন ইমরান খান।
এ ব্যাপারে ইমরান খান বলেন, বিদেশীরা শাহবাজ শরীফ, ফজলুর রেহমান এবং আসিফ আলী জারদারির সঙ্গে সখ্যতা গড়ে তুলেছে। কারণ তারা জানে তাদের সম্পত্তি ও টাকা কোথায় আছে।
ইমরান খান আরও বলেন, সবচেয়ে খারাপ যে বিষয়টি সেটি হলো যারা ষড়যন্ত্র করছে তাদের সঙ্গে বিদেশীরা সখ্যতা গড়ে তুলেছে। আসলে তারা হলো হাতের পুতুল। তারা হলো রাজকীয় দাস।
সূত্র: ডন