প্রতিনিধি ১৬ মার্চ ২০২২ , ৬:৫৪:৪৪ অনলাইন সংস্করণ
হুমায়ূন কবীর ফরীদিঃ শাল্লার শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে শিক্ষার্থীদের ক্লাস নিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। প্রায় দুই বছর পর দেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে গতকাল ১৫ ই মার্চ রোজ মঙ্গলবার থেকে পুরোদমে ক্লাস শুরু হয়েছে। আজ ১৬ ই মার্চ রোজ বুধবার ভাটির জনপদ সুনামগঞ্জের শাল্লা উপজেলার শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করার পাশা-পাশি শিক্ষার্থীদের ক্লাস নিয়েছেন সুনামগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। তিনি শিক্ষার্থীদের করোনাকালীন লেখা-পড়ার খোঁজ খবর নেন এবং নিয়মিত লেখা -পড়া চালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেছেন। জেলা প্রশাসক বিদ্যালয়ে যাওয়ায় শিক্ষার্থীরা তাঁকে কৃতজ্ঞতা জানায়। এসময় উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব, শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম ও শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় এর শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।