প্রতিনিধি ২০ মার্চ ২০২২ , ৭:৫১:২৩ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নে বাড়ির রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন ।
রবিবার দুপুর ৩টায় ইউনিয়নের বীরগাঁও গ্রামে মিজানুর রহমান ওরফে নিজাম উদ্দিন ও আমজাদ আলী গ্রæপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন ধরে গ্রামের মিজানুর রহমান ওরফে নিজাম উদ্দিন ও আমজাদ আলীর গ্রæপের মধ্যে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। রবিবার সকাল ১১ টায় শালিসের উপস্থিতিতে বাড়ির রাস্তা নির্ধারণের সময় দুই পক্ষের লোকেরা বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে নিজাম উদ্দিনের লোকেরা প্রতিপক্ষ আমজাদ আলীর বাড়িতে গিয়ে হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। দুই ঘন্টার অধিক সময় দফায় দফায় সংঘর্ষে দেশী অস্ত্র নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হন। এদিকে খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ওসি কাজি মোক্তাদির হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে
Notifications