প্রতিনিধি ৯ মার্চ ২০২২ , ১:৪২:৫৩ অনলাইন সংস্করণ
হুমায়ূন কবীর ফরীদি জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ নারী ও শিশু নির্যাতন মামলার আসামী শান্তিগঞ্জ এর আবুল(২১)কে গ্রেপ্তার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। থানা সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ জিন্নাতুল ইসলাম তালুকদার এর নেতৃত্বে একদল পুলিশ ৮ ই মার্চ দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে শান্তিগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রাম নিবাসী মোঃ আলতাব আলীর ছেলে বর্তমানে এই উপজেলার শিমুলবাক নিবাসী মোঃ আবুল ছায়েদ(২১) কে গ্রেপ্তার করেন ( জগন্নাথপুর থানার মামলা নং-০৬/০৩/২০২২ইং, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০( সংশোধিত /০৩), এর ৭/৩০)।গ্রেপ্তারকৃত আসামীকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে আদালত সুত্র জানিয়েছে। গ্রেপ্তার এর সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই মোঃ জিন্নাতুল ইসলাম তালুকদার বলেন, নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তারকৃত আসামী আবুল ছায়েদ(২১) কে আজ সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।