প্রতিনিধি ১৪ মার্চ ২০২২ , ১২:০৯:৪৪ অনলাইন সংস্করণ
ভারত রাশিয়ার কাছ থেকে বিশেষ মূল্য ছাড়ে অপরিশোধিত তেল ও অন্যান্য পণ্য কিনতে পারে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
রাশিয়া ভারতকে ডিসকাউন্ট বা বিশেষ মূল্য ছাড়ে তেল কেনার প্রস্তাব দিয়েছে।
ভারতের দুইজন উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার এ প্রস্তাব নিয়ে চিন্তা ভাবনা করছে ভারত।
যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে এখন ভালো চাপে আছে রাশিয়া। ফলে তারা এখন ভারতের মতো বড় দেশগুলোর কাছে বিশেষ ছাড়ে পণ্য বিক্রয়ের কথা ভাবছে।
এদিকে ভারত তাদের মোট চাহিদার ৮০ ভাগ তেল আমদানি করে। এর মধ্যে ২ থেকে ৩ ভাগ তেল তারা কেনে রাশিয়ার কাছ থেকে।
ভারতের একজন কর্মকর্তা জানিয়েছেন, ভারতের সরকার চায় নিজ দেশে তেলের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে।
রয়টার্সের কাছে সরকারি কর্মকর্তারা জানিয়েছে, রাশিয়ার কাছ থেকে তেল কিনলেও অন্য দেশগুলোর নিষেধাজ্ঞার বিষয়ে তাদের কোনো চিন্তা নেই।
তাছাড়া ওই সরকারি সূত্র জানিয়েছে, ভারত রাশিয়ার সঙ্গে রুপি ও রুবলের মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয়ের বিষয়টি নিয়েও কাজ করে যাচ্ছেন তারা।
সূত্র: বিবিসি