• সারাদেশ

    রাজাপুরের সন্তান ইঞ্জি. জাফরুল হক আ’লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য মনোনীত

      প্রতিনিধি ৬ মার্চ ২০২২ , ৯:০০:৪৩ অনলাইন সংস্করণ

    নবীন মাহমুদ, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরের গালুয়া ইউনিয়নের জীবনদাসকাঠী গ্রামের সন্তান ইঞ্জিনিয়ার মোঃ জাফরুল হক বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় উপ কমিটির সদস্য মনোনীত হয়েছেন। সম্প্রতি ইঞ্জিনিয়ার মোঃ জাফরুল হকসহ ১০ জনের নাম ঘোষণা করেন আ’লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবয় উপ কমিটির চেয়ারম্যান ড. মির্জা জলিল ও সম্পাদক নুরুন্নাহার লাইলী। উপজেলার গালুয়া ইউনিয়নের জীবনদাসকাঠী গ্রামের মোঃ নুরুল হক হাওলাদারের ছেলে তিনি। ইঞ্জিনিয়ার মোঃ জাফরুল হক জানান, কমিটিতে জায়গা দিয়ে দেশ ও দলের জন্য কাজ করার যে সুযোগ পেয়েছি, তা কাজে লাগিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সচেষ্ট হবো। বঙ্গবন্ধু কন্যার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাবো। তিনি কেন্দ্রীয় কৃষি ও সমবয় উপ কমিটিতে সদস্য মনোনীত করায় আ’লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আ’লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কেন্দ্রীয় কৃষি ও সমবয় উপ কমিটির চেয়ারম্যান ড. মির্জা জলিল, সম্পাদক নুরুন্নাহার লাইলীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। ইঞ্জি. জাফরুল হক স্পেশালাইজড পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিঃ (এস পি ইঞ্জিনিয়ার লিঃ) ও এসপি ট্রেডিং এর চেয়ারম্যানের দায়ীত্ব পালনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন। তিনি আংগারিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি, বরিশাল সরকারী পলিটেকনিক কলেজ থেকে ডিপ্লোমা (মেকানিকাল) ও ঢাকা অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্রালয় থেকে বিএসসি (ট্রিপলি) ডিগ্রী নেন। ছাত্র জীবনে বাংলাদেশ উদীচী শিপ্লী গোষ্ঠির বরিশাল শাখার সাবেক দপ্তর সম্পাদক, বরিশাল পলিটেকনিক ইনিষ্টিটিউটের বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের বাংলাদেশ তাঁতী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া ২০১৮ সালে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৭ম জাতীয় কংগ্রেসের খাদ্য উপকমিটির সদস্য ও ২০১৮ সালে জাতীয় নির্বাচন পরিচালনা উপ কমিটির সদস্য ছিলেন।

    0Shares

    আরও খবর

    Sponsered content