প্রতিনিধি ৩ মার্চ ২০২২ , ১১:৩১:১৯ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার: আজ ৩মার্চ ২০২২ইং রোজ বৃহস্পতিবার মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় ০৮ নং রাউৎগাঁও ইউনিয়নে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর আলী সোহাগের সভাপতিত্বে এবং রাউৎগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামাল খাঁনের পরিছালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগ এর আহবায়ক ইকবাল হোসেন রিজন। ইউনিয়ন পরিষদের সদস্যা ফয়জুন নেছা, সুলতানা বেগম, হালিমা বেগম এবং সদস্য লিটন হোসাইন, সেলিম আহমদ, আনু মিয়া, আবু সুফিয়ান আব্দুল মুক্তাদির মনু, মারুফ আহমেদ নাজিম, রাহেল আহমদ ।০৮ নং রাউৎগাঁও ইউনিয়ন ছাত্রলীগ এর সভাপতি সাব্বির চৌধুরী জাহিদ, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ অভি, ছাত্রলীগ নেতা তারেক আহমেদ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করা চেয়ারম্যান আকবর আলী সোহাগ বলেন, স্বাধীনতার ইতিহাস বাংলাদেশের ইতিহাস। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে স্বাধীনতার ইতিহাস বঙ্গবন্ধুর আত্মজীবনী নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ।