• ত্রাণ বিতরণ

    বঙ্গবন্ধুর ১০২তম জন্ম বার্ষিকীতে সুনামগঞ্জ জেলা যুবলীগের ত্রাণ বিতরণ

      প্রতিনিধি ২১ মার্চ ২০২২ , ১২:৩৪:১৪ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি: জাতির পিতা বঙ্গঁবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্ম বার্ষিকীতে দুই শতাধিক অসহায় ও নি¤œআয়ের মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
    সোমবার সকালে বাংলাদেশ আওয়ামী-যুবলীগ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে ও জেলা কমিটির আহবায়ক খায়রুল হুদা চপলের নিদের্শে শহরের স্ট্রেডিয়াম মাঠে প্রতিজনকে ৫ কেজি করে চাল ও ১ লিটার সয়াবিন তৈল বিতরণ করেন করা হয়।
    এ সমস্ত খাদ্যসামগ্রীস বিতরণ করেন সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও সুনামগঞ্জ জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু,সিনিয়র সদস্য সবুজ কান্তি দাস,জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক ও যুবলীগের সদস্য এড. আজাদুল ইসলাম রতন। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি আজিজুল আলম,সহ-সভাপতি ফয়সল আহমেদ,সাংগঠনিক সম্পাদক মো. এনাম আহমেদ, জেলা যুবলীগের সদস্য সুব্রত তালুকদার জুয়েল,আনোয়ার হোসেন ও জেলা ছাত্রলীগ নেতা অমিয় মৈত্র প্রমুখ।
    নেতৃবৃন্দরা বলেন,আমাদের কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মইনুদ্দিন খান নিখিল ও আমাদের সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপলের নির্দেশে আমরা জেলা যুবলীগ ও সদর যুবলীগের প্রতিটি নেতাকর্মীরা সমাজের অসহায় ও নির্যাতিত মানুষজনের কল্যাণে সবসময়ই নিবেদিত। তাছাড়া আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন কর্মকান্ড এবং যেকোন র্দূযোগে প্রতিটি নেতাকর্মীরা অতীতের মতো আগামীতে ও মাঠে থাকার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।

    আরও খবর

    Sponsered content