প্রতিনিধি ১৬ মার্চ ২০২২ , ১০:৫৯:৩২ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি: রড, সিমেন্ট, বিটুবিন, ইট, বালু, পাথরসহ সকল প্রকার নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধির প্রতিবাদে সুনামগঞ্জে কন্ট্রেকটার ওয়েলফেয়ার এসোসিয়েশন এলজিইডির পক্ষ থেকে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২ টায় সুনামগঞ্জে কন্ট্রেকটার ওয়েলফেয়ার এসোসিয়েশন এলজিইডির উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
কন্ট্রেকটার ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতির আবুল মহসিন মাহবুবের সভাপতিত্বে ও জিয়াউর রহমানের পরিচালনায় মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন, সংগঠনের সহ- সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক শঙ্কর দেব, আতিকুর রহমান, রেনু মিয়া, আনোয়ারুল হক, নিপতি রায়, মোয়. ফয়সল আহমদ,বিশ্বজিৎ রায়,অরুণ দাশ, মনোয়ার হোসেন, মাজিদুর রহমান, আব্দুর রউফ, মুজাহিদ উদ্দিন জুয়েল আহমদ প্রমুখ।
নেতৃবৃন্দরা বলেন,আমরা যারা স্বচ্ছতার সাথে এলজিইডির মাধ্যমে বৈধভাবে ঠিকাদারী করে আসছি কিন্তু বর্তমানে দেশব্যাপী রড, সিমেন্ট, বিটুবিন, ইট, বালু, পাথরসহ সকল প্রকার নির্মাণ সামগ্রীর দাম অস্বাভাবিক বৃদ্ধি করার কারণে সুনামগঞ্জের সকল কন্ট্রেকটাররা সরকারের উন্নয়নমূলক কাজ করতে হিমশিম খেতে হচ্ছে। অবিলম্বে সকল নির্মাণ সামগ্রীর দাম সাধারন কন্ট্রেকটারদের ক্রয়ক্ষমতার মধ্য নিয়ে আসতে সরকারের উচ্চমহলে জোর দাবী জানান। মানববন্ধন শেষে কন্ট্রেকটারগণ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন ।