প্রতিনিধি ১৯ মার্চ ২০২২ , ১২:১১:৫৪ অনলাইন সংস্করণ
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে জগন্নাথপুরে পালিত হয়েছে সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ১৮ ই মার্চ রোজ শুক্রবার দিবাগত রাতে মহান আল্লাহ তালার নৈকট্য, সুস্বাস্থ্য লাভ ও মুর্দেগানদের রুহের মাগফেরাত কামনায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার প্রায় পাঁচ শতাধিক মসজিদে ও বাসা বাড়ীতে কোরান তেলাওয়াত, মিলাদ মাহফিল, জিকির আজগার ও নফল নামাজ সহ ইবাদত এর মাধ্যমে নারী-পুরুষ ও শিশু-কিশোরেরা সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত পালন করেছেন ধর্মপ্রাণ মুসলমান । এবং বিশেষ মেনাজাত করেছেন। নফল রোজা রাখার পাশাপাশি আত্মীয় স্বজনের কবর জিয়ারতও করেছেন। এ রাতে উপজেলার কোথাও কোনো রকমের আইন শৃঙ্খলার অবনতি ঘটেনি বলে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান জানিয়েছেন।