• রাজনীতি

    দ্রব্য মূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে সুনামগঞ্জে কৃষক দলের মিছিলে পুলিশের বাধা

      প্রতিনিধি ১০ মার্চ ২০২২ , ১:১৬:৩৭ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ তেল, গ্যাস, বিদ্যুৎ, পানি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে সুনামগঞ্জ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা কৃষক দলের আয়োজনে শহরের পুরাতন বাসটেন্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের মূল সড়ক প্রদক্ষিণ করতে চাইলে খামারখালী পয়েন্টে পুলিশ বাধা দেয়। পরে কৃষক দলের নেতাকর্মীরা সেখানেই প্রতিবাদ সমাবেশ করেন। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা কৃষক দলের সভাপতি আনিসুল হক, সদস্য সচিব আব্দুল ওয়াদুদ, যুগ্ম আহবায়ক আকুল আলী প্রমুখ।
    প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সারাদেশের মানুষকে দিন দিন মৃত্যুর দিকে টেলে দিচ্ছে এই সরকার। দ্রæব মূল্যের দাম সারাদেশে যে ভাবে বাড়ছে সেটা নিয়ন্ত্রণ করতে পারছে না। তাই এই সরকারকে পদত্যাগ করতে হবে।

    আরও খবর

    Sponsered content