• রাজনীতি

    দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সুনামগঞ্জে মহিলা দলের মিছিল ও সমাবেশ

      প্রতিনিধি ১৪ মার্চ ২০২২ , ১২:১৪:১৬ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ তেল,গ্যাস,বিদ্যুৎ,পানিও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দল সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকার জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের করে ট্রাফিক পয়েন্টের দিকে আসতে চাইলে পুলিশ বাধাঁ দিয়ে মিছিলটি আটকে দেয়। পরে নেতৃবৃন্দরা খামারখালের ব্রীজের পাশে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক খাদিজা বেগম কলির সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাধারন সম্পাদক এড. হাফেজা ফেরদৌস লিপন,যুগ্ম সম্পাদক সাবরিনা জেনি,মোর্শেদা উদ্দিন,আছমা আক্তার লায়লা,সহ সাংগঠনিক সম্পাদক রুমী বেগম,দপ্তর সম্পাদক আফসা জেবিন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সদস্য বিউটি বেগম,সালেহা বেগম,শিরিনা বেগম,আঙ্গুরা আক্তার জনি ও সদর উপজেলা ও পৌর মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দরা বলেন,এই শেখ হাসিনার অবৈধ ও নিশিরাতের সরকার জনগনের ভোটের নির্বাচিত সরকার নয় বলেই সর্বক্ষেত্রে আজ ব্যর্থতার পরিচয় দিয়েছে। যারা জনগনের ভোটাধিকারে বিশ্বাস করে না তাদের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই। আজ দেশে প্রতিটি জিনিসপত্রের দাম সরকারের নাগালের বাহিরে ফলে দেশের নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষজন কর্মহীন হয়ে পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধহারে মানবেতর জীবনযাপন করছে। অবিলম্বে সকল প্রকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাস সাধারন মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার জোর দাবী জানান। পাশাপাশি একটি নির্দলীয় নিরপেক্ষ তত্তাবধায় সরকারের নিকট ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে অবাধ নিরপক্ষে নির্বাচনের দাবী জানান।

    আরও খবর

    Sponsered content