প্রতিনিধি ২৪ মার্চ ২০২২ , ৭:১৯:১১ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধিঃ দেশে চাল,ডাল,আটা ও তৈলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ সুনামগঞ্জে জাতীয় পার্টির ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আয়োজনে শহরের ট্রাফিক পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মনির উদ্দিন মনির, যুগ্ম আহবায়ক রশিদ আহমদ, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু, গোরারং জাতীয় পার্টির সভাপতি ইউপি চেয়ারম্যান শওকত আলী, সদর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ফারুখ মেনর প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দিন দিন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির ফলে সমাজের অসহায় ও নি¤œআয়ের সাধারন মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। সরকার টিসিবির দেওয়ার নামে মানুষকে নিয়ে খেলা করছে। দয়া করে এইসব টিসিবি নামের বাউতাবাজি বন্ধ করে বাজারকে নিয়ন্ত্রণে আনার দাবী জানান। অন্যতায় কঠোর আন্দোলন কর্মসূচি দেয়ার ও ঘোষণা দেন নেতৃবৃন্দরা।