প্রতিনিধি ২২ মার্চ ২০২২ , ১:৫৯:০৬ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধিঃ বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের নিকট স্মারকলিপি প্রদান সুনামগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দরা।
মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. নূরুল ইসলাম নূরুলের নেতৃত্বে নেতৃবৃন্দরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি নাদের আহমদ, এডভোকেট মাসুক আলম,আ ত ম মিছবাহ ,এডভোকেট শেরে নুর আলী,আকবর আলী, এড. আব্দুল হক, আবুল মনসুর শওকত,ফুল মিয়া, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম,দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের, ধর্ম বিষয়ক সম্পাদক অশোক তালুকার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ কয়েছ,যুগ্ন সাধারণ সম্পাদক মমিনুল হক কালারচান,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনাজ্জির হুসেন, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
নেতৃবৃন্দরা মনে করেন এই ভোটারবিহীন সরকার তাদের ক্ষমতা আখড়ে রাখতে ব্যবসায়ী সিন্ডিকেটের কারনে শেষ পর্যন্ত সকল প্রকার জিনিসপত্রের দাম অস্বাভাবিক বাড়িয়ে দিয়ে দেশের নি¤œআয়ের মানুষজনকে রাস্তায় বসিয়ে দিয়েছে। তারা বলেন এই সরকার যেহেতু জনগনের ভোটে নির্বাচিত সরকার নয় তাই দেশের সকল মুনাফালোভী ব্যবসায়ীরা কোন কারণ ছাড়া অধিক মুনাফা লাভের আশায় দেশের গরীব শ্রেনীর মানুষদের রুটি রোজগারে আগাত করছে। অবিলম্বে সকল প্রকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাস সকল স্তরেরমানুষের ক্রমক্ষমতার মধ্যে নিয়ে আসতে সরকারের নিকট দাবী জানান।