প্রতিনিধি ১৩ মার্চ ২০২২ , ৪:৪৩:৩৮ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধিঃ দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ও বাজার সিÐিকেটের বিরুদ্ধে সাধারণ মানুষকে রুখে দাঁড়ানোর আহŸান জানিয়ে সুনামগঞ্জ শহরে প্রচারপত্র বিলি করেছে জেলা বিএনপি। সংগঠনের নেতা কর্মীরা শনিবার দুপুরে পুরাতন বাসস্টেশন এলাকায় এই প্রচারপত্র বিলি করেন। প্রচারপত্র বিলির সময় জেলা বিএনপির সহসভাপতি অ্যাড. মল্লিক মঈনুদ্দিন সোহেল, নাদীর আহমদ, আবুল মুনসুর শওকত ও রেজাউল হক, দলীয় নেতা জুনাব আলী, যুবদল নেতা কালারচাঁন, যুবদল নেতা কামরুল হাসান রাজু, কেন্দ্রীয় ছাত্রদল নেতা রায়হান উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম রাজু প্রমুখ।
এসময় বিএনপি নেতারা সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, চাল, ডাল, তেল, পেঁয়াজ, মরিচ, সবজি, গুড়, দুধসহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে জনজীবনে নাভিশ^াস উঠেছে। এই অবস্থায় দলমত নির্বিশেষে সকলকে বাজার সিÐিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।