• সুনামগঞ্জ

    দুর্নীতি-টেন্ডারবাজি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি সরকারের উন্নয়ন ম্লান হচ্ছেন- দিরাইয়ে ইনু

      প্রতিনিধি ১২ মার্চ ২০২২ , ২:২৮:৫৮ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টারঃ জাসদ কেন্দ্রীয় সভাপতি ও সাবেক তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেন আমরা এখন উন্নয়নের ট্রেনে আছি কিন্তু সরকারী দলের কিছু নেতাদের দুর্নীতি-টেন্ডারবাজী ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ম্লান হচ্ছেন। উন্নয়নের ট্রেনে ছাত্রলীগ যুবলীগ নামধারী চাদাবাজ-টেন্ডারবাজ ও দুর্নীতিবাজ ইউপোকারা সি উন্ননয়নকে ব্যাহত করছে।
    এছাড়ও সরকারের কিছু মন্ত্রীদের ভণ্ডামি কথাবার্তায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা।
    পবিত্র রমজান উপলক্ষে যেখানে সরকারী-বেসরকারী ভাবে নিত্য-প্রয়োজনীয় পণ্য সমূহ ইতিমধ্যে এসেছে অথবা বন্দর থেকে আনলোড হওয়ার অপেক্ষায় সেখানে দ্রব্য-মূল্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি করে জনদুর্ভোগ কেন-? কাদের জন্য এটা থামানো যাচ্ছেনা? গতকাল দিরাই উপজেলা জাসদ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এমপি উপরোক্ত  কথা বলেন।
    সন্ধ্যা ৭ ঘঠিকায় দিরাই পৌরসভার রাধানগর গ্রামে
    মতবিনিময় সভায় অন‍‍্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জনাব লোকমান আহমেদ, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মির্জা আনোয়ারুল হক, দিরাই উপজেলা আওয়ামী লিগের সাবেক সভাপতি জনাব আলতাব উদ্দিন মাষ্টার , আওয়ামী লিগের সহ সভাপতি জনাব সিরাজুদ্দৌলা, দিরাই সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ্ জনাব মিহির রন্জন দাস, সুনামগঞ্জ জেলা জাসদের সভাপতি জনাব এনামুজ্জামান চৌধুরী, জেলা জাসদের সাধারণ সম্পাদক ও সুনামগন্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জনাব এড রুহুল আমীন তুহিন, জনাব নেছারুল হক খোকন , সভাপতি ঢাকা রিপোর্টার ইউনিটি, সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী তারেক ট্রাবেল্স এর স্বত্বাধিকারী জনাব এ টি এম তারেক ।
    দিরাই পৌরসভার কাউন্সিলার জুয়েল মিয়া ও রবিন্দ্র বৈষ্ণব প্রমুখ, সভা পরিচালনা করেন দিরাই উপজেলা জাসদের সাধারণ সম্পাদক জনাব আমিনুল ইসলাম আমিন।
    জাসদ নেতা আমিনের পিতার শয্যাপাশে ইনুঃ মতবিনিময় সভা শেষে দিরাই উপজেলা জাসদ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিনের অসুস্থ পিতা অত্র এলাকার বিশিষ্ট মুরব্বি জনাব আব্দুল হক সাহেব কে দেখতে যান ইনু এবং উনার অসুস্থতার বিষয়ে খোজখবর নেন।
    প্রশাসনের কর্মকর্তাদের সাথে মত বিনিময়ঃ দিরাই উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা করেন হাসানুল হক ইনু এমপি এতে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাহমুদুর রহমান মামুন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জাফর ইকবাল, সহকারি প্রধান শিক্ষক জনাব লালবাাঁশি দাস,দিরাই কিন্ডারগার্ডেন স্কুলের প্রধান শিক্ষক সুলতানা ছবি, রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আক্তার, ভাটি ধল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তনা দাস প্রমুখ।
    দিরাই উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন এর বাসায় খাবার শেষে রাত ১0 ঘঠিকায় সিলেটের উদ্দেশ্যে যাত্রা করেন হাসানুল হক ইনু এমপি ।

    আরও খবর

    Sponsered content