প্রতিনিধি ২৬ মার্চ ২০২২ , ১০:৪৬:৪৩ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা বিএনপি ও অংঙ্গ সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসে পুস্পাঞ্জলী অর্পন করা হয়েছে। (২৬ শে মার্চ শনিবার) সকাল ৮’৩০ মিনিটের সময় থানা রোডস্থ দিরাই উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্ত্বোলন করা হয়। ৯’০০ ঘটিকার সময় দলীয় কার্যালয়ের সামন থেকে রেলী সহকারে স্মৃতিসৌদে পুস্পাঞ্জলী অর্পন করা হয়। সন্ধ্যা ৭’০০ ঘটিকার সময় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদের সভাপতিত্বে পৌর বিএনপির (ভাঃপ্রাঃ) সাধারণ সম্পাদক সাব্বির মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান,উপজেলা বিএনপির প্রচার সম্পাদক হাজী বাচ্ছু মিয়া,উপজেলা বিএনপির সমাজসেবা সম্পাদক মাসুক মিয়া,পৌর বিএনপির প্রচার সম্পাদক শামসুল আলম সুভাষ,জগদল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম,করিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পংকজ দাস’ উপজেলা যুবদলের সাবেক সভাপতি শামসুল ইসলাম শাহীন, উপজেলা যুবদলের আহবায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, সাবেক সাধারণ সম্পাদক ফারুক সর্দার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সজিব রশিদ চৌধুরী,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম, উপজেলা ছাত্রদলের ১ম যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান চৌধুরী, সদস্য সচিব তানবীর চৌধুরী,পৌর ছাত্রদলের সদস্য সচিব মাহফুজ আহমেদ চৌধুরী প্রমুখ।