প্রতিনিধি ২৩ মার্চ ২০২২ , ৪:২৪:৫৮ অনলাইন সংস্করণ
বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাই পৌরসদরে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি বসত ঘর পুড়ে অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আজ দুপুর দেড়টার সময় দিরাই পৌরসভার মূল বাজার সংলগ্ন দোওজ আবাসিক এলাকার সারেং বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সরু রাস্তার জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা সময় মতো সেখানে পৌঁছাতে পারেনি, সঠিক সময়ে পৌঁছলে ও রাস্তা প্রসস্থ থাকলে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমান হয়তো কমানো যেতো বলে মতামত ব্যক্ত করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য ও দিরাই উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন মাস্টার।
অগ্নি দুর্ঘটনার সংবাদ পেয়ে ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দিতে ও খুঁজ খবর নিতে ঘটনাস্থলে ছুটে যান বর্ষীয়ান রাজনীতিবিদ আলতাব উদ্দিন মাস্টার। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুদ্দৌলা তালুকদার, এডভোকেট সোহেল আহমেদ ছইল মিয়া, সাংগঠনিক সম্পাদক এডভোকেট অভিরাম তালুকদার, দিরাই উপজেলা জাসদ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও দিরাই উপজেলা আ’লীগের নেতা মকসদ আলম প্রমুখ।
এছাড়াও বিভিন্ন শ্রেণী ও পেশার শতশত উৎসুক জনতা দুর্ঘটনা স্থনে দেখতে যান।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সংস্কৃতি কর্মী মাহমুদ আপেল, সাবেক শিক্ষক ফজলুর রহমান, আজিজুর রহমান কুতুব মিয়ার বাড়িতে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বাড়ির বাসিন্দাদের সাথে আলাপ করে জানান পাকঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে নিমিষেই তাদের চারটি বসতঘর এবং ঘরে থাকা ফ্রিজ, ফ্যান, নগদ টাকা, স্বর্ণালঙ্কার সহ যাবতীয় আসবাব পত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আমাদের চার পরিবারের অন্তত কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে। সবার চোখের সামনেই পুড়ে ছাই হয়ে গেছে তাদের শেষ সম্বল টুকু।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে দিরাই ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উপস্থিত হলেও সরু রাস্তার জন্য গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি পরে দূর থেকে পাইপের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস তবে ততক্ষণে সবকিছু আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায়।
জাসদ নেতা আমিন দৈনিক ভাটি বাংলা ডটকম কে বলেন- আমাদের চোখের সামনে ৪ টি পরিবারের সহায় সম্বল শেষ হয়ে ওরা নিঃস্ব হয়ে গেলো, আমি তাদের আর্থিক সহায়তার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই পাশাপাশি পৌরসভা সহ সংশ্লিষ্ট সবাইকে দিরাই শহরের পাড়া মহল্লার রাস্তাঘাট গুলো গাড়ি চলাচলের উপযোগী করে নির্মাণের আহ্বান জানাই।
এতে করে অনাকাঙ্ক্ষিত কোন দুর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের লোকজন সঠিক সময়ে পৌঁছে ক্ষয়ক্ষতির পরিমান কমিয়ে আনতে পারবে, ক্ষেত্রবিশেষে সমূহ ক্ষতির হাত থেকে সবকিছুই রক্ষা করা সম্ভব হবে।